টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ ঢাকায় আসছে

 

ঢাকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে টম ক্রুজের  ‘টপ গান: ম্যাভেরিক’। ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি; একই দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকরা ছবিটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ইতোমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও কাউন্টার থেকে এ সিনেমার অগ্রীম টিকেট বিক্রি শুরু করা হয়েছে।

‘টপ গান: ম্যাভেরিক’ পরিচালনা করেছেন নির্মাতা জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম ক্রুজ; সঙ্গে আছেন প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমার।

২০২০ সালে করোনাভাইরাস মহামারী শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনাভাইরাসের কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স।

১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে; তার দেড় সপ্তাহ পর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি।

তার ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − thirteen =