টরন্টোতে আইএসবিএএ অ্যাওয়ার্ড ২০২৫-এ অংশ নিচ্ছে ‘উচ্চারণ’ ব্যান্ড

রক সম্রাট আজম খানের স্মরণে আন্তর্জাতিক মঞ্চে দুলাল জোহা

পুনর্গঠিত বাংলাদেশের কিংবদন্তি রক সম্রাট আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ড এবার আন্তর্জাতিক মঞ্চে হাজির হচ্ছে। দীর্ঘদিন পর ব্যান্ডটি অংশ নিচ্ছে কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ISBAA) ২০২৫’-এ।

দলনেতা, ভোকাল ও গিটারিস্ট দুলাল জোহা ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। তিনি জানান, “আজম খানের হাতে গড়া ‘উচ্চারণ’ পুনর্গঠন করার পর এটিই আমাদের প্রথম বিদেশ সফর। টরন্টোর মঞ্চে গুরুজিকে স্মরণ করে তাঁর কালজয়ী গান পরিবেশন করাই আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান।”

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উচ্চারণ নতুন প্রজন্মের কাছে আজম খানের উত্তরাধিকার পৌঁছে দিতে চাইছে। দুলাল জোহা আরও জানান, “এই সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সমর্থনে আমরা আজম খানের গানগুলো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারছি। এটি শুধু আমাদের ব্যান্ডের জন্য নয়, বরং বাংলাদেশের রক সঙ্গীতের ইতিহাসকে বিশ্বের কাছে পরিচয় করানোর এক বড় প্ল্যাটফর্ম।”

এ সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে ‘ঢাকা-টরন্টো-ঢাকা’ রুটের টিকিট স্পনসর করেছে।

দেশী টিভির উদ্যোগে আগামী ১১ অক্টোবর ২০২৫, শনিবার, টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এই বছরের ISBAA Award 2025। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান, যেখানে শিল্প, সাহিত্য, সমাজকল্যাণ ও ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হবে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতিত্ববান বাংলাদেশি ও আন্তর্জাতিক শিল্পীদের এক মঞ্চে আনার লক্ষ্যেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বিশেষভাবে উপস্থিত থাকবেন ফ্লোরিডা প্রবাসী জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, আমেরিকার প্রবাসী কণ্ঠশিল্পী মহিতোষ তালুকদার তাপস, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, এবং দুলাল জোহার নেতৃত্বে ‘উচ্চারণ’ ব্যান্ড পরিবেশন করবে বিশেষ পারফরম্যান্স।

বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ হলো: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কীবোর্ড), খোকা (বেস গিটার) এবং পেয়ারু খান/ বাপ্পী (ড্রামস)। ভিসা জটিলতার কারণে সব ব্যান্ড সদস্য এবার ISBAA Award-এ অংশ নিতে পারেননি; তবে আগামী বছর বড় কোনো কনসার্টে তারা একসাথে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উচ্চারণ ব্যান্ডের হাত ধরেই আজম খানের গান আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসছে, বাংলাদেশি রক সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে, নতুন প্রাণে ও নতুন আলোয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + 2 =