টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড মালয়েশিয়ার বোলার ইদ্রুসের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে  বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ডান-হাতি পেসার সিয়াজরুল ইদ্রুস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বের প্রথম ম্যাচে আজ চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম কোন বোলার ইনিংসে ৭ উইকেট নিলো। শিকার করা  সব ব্যাটারকেই বোল্ড আউট করেছেন ইদ্রুস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের ক্ষেত্রে ইদ্রুস ভেঙ্গেছেন নাইজেরিয়ার পেসার পিটার আহোর বিশ^রেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩ দশমিক ৪ ওভারে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার।

টি-টোয়েন্টিতে পিটারসহ ১২ জন বোলার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। কিন্তু  এতদিন সেরা বোলিং ফিগারের  মালিক ছিলেন  পিটার। এবার পিটারকে সরিয়ে সবার উপরে ৩২ বছর বয়সী ইদ্রুস।

আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ভারতের পেসার দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩ দশমিক ২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ইদ্রুসের বিশ^রেকর্ডের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১ দশমিক ২ ওভারে ২৩ রানে অলআউট হয় চীন। জবাবে ৪ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ২৪ রান তুলে মালয়েশিয়া। ৮ উইকেটের জয়ে ইদ্রুসের বিশ্ব রেকর্ডের ম্যাচ স্মরনীয় করে রাখে মালয়েশিয়া।

দেশের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট শিকার ও ২৩ রান করেছেন ইদ্রুস।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − five =