টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান গাপটিলের

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

বুধবার রাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল।

১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান গাপটিলের। ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান রোহিতের।

সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন কোহলি।

গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। খুব শীঘ্রই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নিবেন রোহিত। কারন আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করছে ভারত।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − seven =