টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফর্মহীনতার  কারণে বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের।

ইনজুরি থেকে সুস্থ হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন লিটন দাস, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি এশিয়া কাপের দলে থাকা নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান ও এনামুল হক বিজয়ের। আগেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এতে সিনিয়রদের মধ্যে বাংলাদেশ দলে এখন আছেন শুধুমাত্র সাকিব আল হাসান।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব। তার ডেপুটি হিসেবে কাজ করবেন নুরুল হাসান সোহান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 6 =