টুইটার কেনার পরিকল্পনা স্থগিত করলেন মাস্ক

টেক বিলিওনেয়ার ইলন মাস্ক সামাজিক যোগাযোগ  প্ল্যাটফর্ম টুইটার ৪,৪০০ কোটি ডলারে কিনে নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছেন। টুইটারে কতগুলো ফেক অথবা স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে সে সম্পর্কে তিনি এখন খোঁজ-খবর করছেন।

মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ফেক বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা “শতকরা পাঁচ শতাংশের নিচে” কিনা, তিনি এখন সেই তথ্যের জন্য অপেক্ষা করছেন বলে তিনি জানিয়েছেন।

চুক্তির শর্ত অনুযায়ী, এই বিক্রি শেষ পর্যন্ত না ঘটলে ক্ষতিপূরণ হিসাবে তাকে ১০০ কোটি ডলার টুইটারকে দিতে হবে। এই ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫% পড়ে গেছে।

গত দু’সপ্তাহ আগে টুইটার জানিয়েছিল যে চলতি বছরের প্রথম তিন মাসে ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ইউজারদের শতকরা পাঁচ ভাগেরও কম। ইলন মাস্ক এখন সেই তথ্য যাচাই করে দেখছেন।

মাস্ক টু্‌ইটার থেকে সব ফেক কিংবা স্প্যাম অ্যাউন্ট দূর করতে চান। স্বয়ংক্রিয় স্প্যাম অ্যাই্টের সমস্য নিয়ে টুইটার দীর্ঘদিন ধরে ভুগছে।

বিবিসি বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 8 =