ডিপিএল: রিপন-জয়-নাইম নৈপুণ্যে শিরোপা জয়ের পথে টিকে আছে আবাহনী

পেসার রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ের পর মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জয়ের পথে ভালোভাবে টিকে রইলো আবাহনী লিমিটেড।

আজ সুপার লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। বল হাতে রিপন ৪ উইকেট, জয় ৬৭ ও নাইম ৫৬ রান করেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারের  ব্যর্থতায় ৩৫ রানে ৩ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর মিডল অর্ডারে জোড়া হাফ-সেঞ্চুরির ইনিংসে দলকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও ভারতের চিরাগ জানি। চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন শুক্কুর-জানি।

২টি চার ও ১টি ছক্কায় ৭৯ বলে ৫২ রান করেন শুক্কুর। ৫১ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন জানি।

শুক্কুর-জানির বিদায়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জের রানের চাকা সচল রাখেন জাওয়াদ রায়েন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু রায়েন ৪৬ ও মাশরাফি ২৬ রানে থামার পর ১৬ বল বাকী থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষদিকে তানবীর হায়দার ১৮ রান করেন। আবাহনীর রিপন ৪৫ রানে ৪টি ও পাকিস্তানের খুশদিল শাহ ৪২ রানে ২ উইকেট নেন।

জবাবে ১১ ওভারে ৭২ রানের জুটি গড়েন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয়  ও নাইম।  বিজয়  ২৯ বলে ৩৩ রান করে ফিরলেও হাফ-সেঞ্চুরির স্বাদ পান লিগে  টপ-স্কোরার নাইম।

আবাহনীর রান ১শ পার করে ব্যক্তিগত ৫৬ রানে আউট হন নাইম। ৫৬ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। মিডল অর্ডারে আফিফ হোসেন ৩৩, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৭ ও উইকেটরক্ষক জাকের আলি শূন্য হাতে ফিরলেও আবাহনীর জয়ের পথ সহজ করেন জয়।

হাফ-সেঞ্চুরি তুলে ৩৭তম ওভারে দলীয় ২১২ রানে আউট হন জয়। ৮টি চারে ৭৬ বলে ৬৭ রান করেন তিনি।

জয়ের বিদায়ের পর ৬০ বল বাকী রেখে আবাহনীর জয় নিশ্চিত করেন খুশদিল ও নাহিদুল ইসলাম। খুশদিল ২২ ও নাহিদুল ১০ রানে অপরাজিত থাকেন। লিজেন্ডস অব রূপগঞ্জের মুক্তার আলি ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন আবাহনীর রিপন।

এই জয়ে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে শিরোপার লড়াইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনীর কাছে এ ম্যাচে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 11 =