ঢাকা মাতাবেন ভারতের শিল্পী দর্শন রাওয়াল

২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমাতেও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও সুনাম আছে তাঁর।

হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।

দর্শন রাওয়াল এবার আসছেন বাংলাদেশে। গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন

সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি।

‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে টোয়েন্টি টু ইভেন্টস। কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা অ্যাডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরে দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আশা করছি, শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’

ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিটের প্রি-রেজিস্ট্রেশন। সেখান থেকেও বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। শিগগির টিকিফাই ওয়েবসাইটে শুরু হবে টিকিট বিক্রি।

চলতি বছরে দর্শন রাওয়ালের আগে বাংলাদেশে এসে গান শুনিয়েছেন অনুপম রায়, অনুব জৈনসহ তালপাতার সেপাইয়ের মতো ব্যান্ড। প্রতিবারেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া মিলেছে। দর্শন রাওয়ালের কনসার্টেও তেমনটা আশা করছেন আয়োজকেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − seven =