ঢাকায় মুক্তি পাচ্ছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’

 

ম্যাট্রিক্স সিরিজের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ বিশ্বজুড়ে মুক্তির একদিন পরই ঢাকায় মুক্তি পাচ্ছে। ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুক্তির পর ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে বলে জানান প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান। প্রথম সপ্তাহে তারা এ সিনেমার তিনটি শো চালাতে চান।

ম্যাট্রিক্স রেজারেকশনে নিও চরিত্রে বরাবরের মতোই থাকছেন কিয়ানু রিভস, ট্রিনিটি চরিত্রে ক্যারি-অ্যান মস। সাতি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

মুক্তির আগে নিউ ইয়র্কের সিনেমাটির প্রিমিয়ারের আয়োজন করা হয়; প্রিমিয়ার শেষে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “সাতির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।”

সিনেমার পরিচালক, কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ‘বেচওয়াচ’ তারকা প্রিয়াঙ্কা।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 6 =