ঢাকা দশম লিট ফেস্ট ৫-৮ জানুয়ারি

করোনায় টানা তিন বছর বন্ধ থাকার পর আবারও ঢাকায় বসছে শিল্প-সাহিত্যের অন্যতম জনপ্রিয় আসর ‘ঢাকা লিট ফেস্ট (ডিএলএফ)। আগামী ৫-৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এবারের আসরে সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্যে প্রথম ২৫ জনের নামের তালিকা প্রকাশ করেছেন আয়োজকরা। এরমধ্যে রয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক অরহান পামুক, আব্দুলরাযাক গুরনাহসহ অন্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্, আহসান আকবার ও কাজী আনিস আহমেদ।আয়োজকরা বলছেন, চার দিনের এই আয়োজনের আলোচনায় থাকবে বিষয় বৈচিত্র্য, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুরু থেকেই শীতকালীন জনপ্রিয় একটি বার্ষিক আয়োজন ছিল ঢাকা লিট ফেস্ট। সবার জন্য উন্মুক্ত থাকায় প্রতি বছরই লিট ফেস্টে ব্যাপক জনসমাগম হতো। তবে করোনার সংক্রমণের কারণে গেলো তিন বছর এই আয়োজন বন্ধ ছিল। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত নবম লিট ফেস্টে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

এবারের সম্ভাব্য ২০০ বক্তার মধ্যে অরহান পামুক ও আব্দুলরাযাক গুরনাহ ছাড়াও প্রথম ২৫ জনের তালিকায় রয়েছেন, নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট, আনিসুল হক, মাশরুর আরেফিন, জয়া আহসান, কামাল নাসের চৌধুরী, জাফর ইকবাল ও মারিনা তাবাসসুম।

নোবেল পুরস্কার বিজয়ী দুই জন লেখক ছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার বিজয়ী বক্তারা দশম সংস্করণের এই আয়োজনে যোগ দেবেন। যাদের মধ্যে পুলিৎজার, ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আঁগা খান অ্যাওয়ার্ড ও অন্য পুরস্কার বিজয়ীরাও থাকছেন।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে সাদাফ সায্, আহসান আকবার ও কাজী আনিস আহমেদের পরিচালনায় ২০১১ সালে যাত্রা শুরু হয় ঢাকা লিট ফেস্টের। সংস্কৃতির অন্যান্য শাখাও সাহিত্যপ্রধান এই উৎসবের অবিচ্ছিন্ন অংশ। কল্পকাহিনি বা গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, কবিতা ও অনুবাদ, বিজ্ঞান, ধর্ম ও দর্শন- এর সবই এই উৎসবে আলোচনার বিষয়বস্তু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + fifteen =