ঢাকা বিভাগে নতুন করোনা সংক্রমণ কেবল ৫ জেলায়

এ বিভাগের মধ্যে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ- এই পাঁচ জেলায় শনাক্ত হয়েছে ওই ১৯৮ জন নতুন রোগী। ঢাকা বিভাগের বাকি আট জেলায় নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। দেশের ৩৬ জেলায় কারও কোভিড সংক্রমিত হওয়ার তথ্য আসেনি।

কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও সাত জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৮৭ জন।

আগের দিন বুধবার ২৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার কমে ১ দশমিক ৩২ শতাংশ হয়েছে,  যা আগের দিন ১ দশমিক ৩১ শতাংশ ছিল।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × five =