ঢাবি নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার

আজ মঙ্গলবার ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দু্ই উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজন করা হয়েছে ১১ দিনব্যাপী নাট্যোৎসব। অন্যদিকে, ইরানি চলচ্চিত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। টিএসসি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উৎসবে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৮টি নাটক মঞ্চস্থ হবে বলে জানান বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাবির উপাচার্য নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাংলাদেশের সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য উদ্বোধনী সন্ধ্যায় বিশেষ সম্মাননা দেওয়া হবে ইসলাম উদ্দিন পালাকারকে। নব্বইয়ের দশক থেকে অসংখ্য রাত বিভিন্ন অনুষ্ঠানে পালা পরিবেশন করে চলেছেন তিনি। ইসলাম উদ্দিন ঢাবি, জাবি এবং জবির মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় দেশজ পরিবেশনার নন্দনকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন। উৎসবে আজ তিনি পরিবেশন করবেন ‘কমলা রানীর সাগর দীঘি’। উৎসবের উদ্বোধনী নাটক হিসেবে আজ প্রদর্শিত হবে ‘স্যুটকেস’। রচনা বাদল সরকার, নির্দেশনায় টুম্পা রানী দাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 20 =