তটিনী’র যে নাটকে মুগ্ধ দর্শক

তটিনী, এই প্রজন্মের অভিনেত্রী। যিনি অভিনয়ের দুনিয়ায় নিজের অভিষেক ঘটিয়েই আলোচনায় চলে এসেছেন। অভিনয় জীবনের শুরু থেকেই যিনি তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে চলেছেন। যে কারণে অল্প সময়ে বাংলাদেশের আনাচে কানাচে তটিনী’র ভক্তরা তার অভিনীত নাটকের জন্য অপেক্ষা করেন বেশ আগ্রহ নিয়ে। গেলো ঈদের ক্ষেত্রেও যেন ঠিক তাই হলো। গেলো তটিনী অভিনীত যে নাটকগুলো দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন এখনো সে নাটকগুলো হলো রাকেশ বসু’র ‘লাস্ট নাইট’, রুবেল হাসানের ‘বহিরাগত’. পথিক সাধনের ‘প্রণয়’, রুবেল আনুশের ‘হঠাৎ বৃষ্টি’, রাগিব রাইহান পিয়ালের ‘শেষ ঘুম’। এই পাঁচটি নাটকে তটিনী’র সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান।

সর্বশেষ তটিনী অভিনীত যে নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলো তা হলো জাকারিয়া সৌখিনের ‘পথে হলো পরিচয়’। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব। আর গেলো ঈদে উলে­খিত পাঁচটি নাটকই দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। বলা যায় নাটকগুলো প্রচারের পর থেকেই তটিনী বেশ সাড়া পাচ্ছেন। খুব অল্প সময়েই নাটকের ই­াষ্ট্রিতে তটিনী চমৎকার একটি অবস্থানেও চলে এসেছেন। পরিচালক রুবেল হাসান বলেন, ‘আমার পরিচালিত বহিরাগত নাটকে এক কথায় অসাধারণ অভিনয় করেছে। আমি যখন তাকে নিয়ে বহিরাগত নির্মাণ করি তখন তার মাত্র হাতেগুনা কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। আর এখনতো তটিনীর অবস্থান আরো সমৃদ্ধ। আমার বিশ্বাস আগামীতে তটিনী আরো অনেক ভালো করবে।’ তটিনী’র নাটকের একজন নিয়মিত দর্শক আহমেদ শাকিল। তিনি বলেন, ‘তটিনী এতো অল্প সময়ে এতো ভালো একটি অবস্থানে চলে আসবে, ভাবা যায়না। মনে হয় যেন অভিনয়ে তৈরী হয়েই তিনি এসেছেন।’ অভিনেতা অপূর্ব বলেন, ‘এর আগে আমার সঙ্গে দু’টি নাটকে অভিনয় করে তটিনী বেশ দর্শকপ্রিয়তা পায়। এবারের ঈদেও লাস্ট নাইট, বহিরাগত- নাটকে আমার সঙ্গে অভিনয় করেছে। তটিনী’র আগ্রহ আছে অভিনয়ে ভালো করার। যে কারণে আমার মনে হয় সে আরো এগিয়ে যাবে। শুভ কামনা রইলো তার জন্য।’
ছবি: আলিফ রিফাত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 4 =