তবুও বিরতিতে পূর্ণিমা, শুভ জন্মদিন…

ঈদের আগেই পূর্ণিমা বলেছিলেন আপাতত কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকবেন তিনি। ঈদের আগেও অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো নতুন কাজ করেননি পূর্ণিমা। বিরতি ভেঙ্গেছেন কী না, নতুন কোনো কাজের খবর আছে কী না তা জানতে আবারো তার সঙ্গে গতকাল যোগাযোগ করা হয়। পূর্ণিমা জানালেন, এখনো বিরতিতেই আছেন তিনি। আপাতত নতুন কোনো কাজ করছেন না তিনি। এদিকে আজ পূর্ণিমার জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কাজের বিরতি এবং জন্মদিন প্রসঙ্গে পূর্ণিমা বলেন,‘ ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিলো। অনেকেই স্ক্রিপ্ট পাঠাতেও চেয়েছিলেন। কিন্তু আমিই না করেছি যে আপাতত কিছুদিন কাজ করবোনা। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনো আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা আমি নিয়মিত করে যাই। আর এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। যথারীতি পরিবারের সাথেই কাটবে সময়। কোথায় কাটবে, কীভাবে কাটবে তা আর বিস্তারিত নাইবা বলি। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। পরিবারের সাথেই যেন সুন্দর সময় কাটে। আর নতুন কোনো কাজ করলে অবশ্যই আমার দর্শক ভক্তরা জানতে পারবেন।’ জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্যদিয়ে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়। সেই থেকে আজ অবধি তিনি সফল, ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় উপস্থাপনা দিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন। পূর্ণিমার ভাষ্যমতে, তার প্রথম ব্যবসা সফল সিনেমা ‘যোদ্ধা’। এছাড়াও তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’,‘ প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’,‘ পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’,‘ লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ ইত্যাদি। সিনেমাতে অভিনয়ের শুরুর সময়েই পূর্ণিমা রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিমের বিপরীতে একটি নাটকেও অভিনয় করেন। সিনেমাতে তিনি রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান’সহ আরো অনেকের বিপরীতে এবং নাটকে রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব’সহ আরো বেশ ক’জনের বিপরীতে অভিনয় করে দর্শককে তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। বাংলাদেশে পূর্ণিমা প্রেমী কোটি কোটি ভক্ত রয়েছে যারা তার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। যেমন অপেক্ষায় আছেন তার অভিনীত ‘গাঙচিল’,‘ জ্যাম’ ও ‘আহারে জীবন’ সিনেমা মুক্তির জন্য। বিশেষত উল্লেখ্য, পূর্ণিমার জন্ম ১৯৮৪ সালের ১১ জুলাই। তিনি কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 18 =