তৃতীয় দিনশেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

সালেক সুফী

এন্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রথম টেস্ট ম্যাচে তৃতীয় দিন শেষে চালকের আসনে আসীন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণার পর বাংলাদেশকে ২৬৯/৯  সীমিত রেখে ১৮১ রানে এগিয়ে আছে  স্বাগতিক দল। বলতে দ্বিধা নেই আরো একটি বড় ব্যাবধানে পরাজয় বাংলাদেশকে চোখ রাঙাতে শুরু করেছে।

প্রথম দিনে ২৫০/৫ শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। লিখেছিলাম ম্যাচে টিকে থাকতে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ৩০০-৩২৫ রানে সীমিত রাখতে হবে। এর বেশি রান প্রদিদ্বন্দ্বী দল করলেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং টেস্ট মেজাজে দীর্ঘ সময় ব্যাটিং করে ইনিংস বড় করতে পারে না।

বোলিং যে মানের হোক, উইকেটের চরিত্র যাই থাকে ২৫-৩০ করেই ব্যাটসম্যানরা ধৈর্য্য হারিয়ে ফেলে। দেখেন আজ ৭ জন ব্যাটসম্যান ১৫-৫৩ রান করেছে। এদের দুই জন বা নিদেন পক্ষে একজন ১০০ বা বেশি করলে বাংলাদেশের স্কোর ৩০০-৩৫০ হতে পারতো। হয়নি সেটি আর সেটি হচ্ছে না নিয়মিত। তাই পরাজয়ের বৃত্ত বন্দি হয়ে আছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট।

৪০/২ অবস্থায় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিল মোমিনুল এবং শাহাদাত।  ৬৬ রানের মাথায় শাহাদাত ফিরে যাবার পর লিটনকে সঙ্গী করে স্বাচ্ছন্দেই ব্যাটিং করছিল মোমিনুল। ভরসা ছিল বর্তমান মুহূর্তে দলের মূল ভরসা এই জুটি দলকে স্বস্তির অবস্থানে নিয়ে যাবে। হলো না। চতুর্থ উইকেট জুটিতে ৬২ রান যোগ হওয়ার পর ৫০ রান করে বিদায় নিলো মোমিনুল।

কিছু সময় পরেই ৪০ রান করে আউট হলো লিটন। এর পরেও কিন্তু উইকেটে এসে স্থিতু হয়েছিল মেহেদী মিরাজ (২৩), জাকির আলী (৫৩), তাইজুল (২৫)। কিন্তু দীর্ঘ সময় উইকেটে থেকে দলের ইনিংস কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি ওরা।

আর তাই দিন শেষে ২৬৯/৯  করে ফলো অন এড়ানো গেলেও ব্যাবধান এখনো ১৮১ রানের। টেস্ট ম্যাচটা হাতের মুঠো গোলে বেরিয়ে গাছে। দেখতে হবে পরাজয়টা যেন ভদ্র গোছের হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 2 =