ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্প ফ্লোরা নামের এক নারীকে ঘিরে। ফ্লোরার ছোটবেলায় তার মা স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যায়। বাবার আদর আর শাসনে বেড়ে ওঠে সে। একসময় ফ্লোরার প্রেম হয় ধনাঢ্য প্রতিবেশীর ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সেই সম্পর্ক মেনে নেয় না। ফ্লোরাকে সে বিয়ে দেয় মেধাবী প্রকৌশলী রায়হানের সঙ্গে। বিবাহিত জীবনে একটি সন্তানের জন্ম হলেও সুখী হতে পারে না ফ্লোরা। ফ্লোরার স্মৃতি বুকে নিয়ে সাজান চলে যায় যুক্তরাষ্ট্রে। সেখানে বাঙালি ঐতিহ্যের মিশেলে একটি কটেজ তৈরি করে। নাম দেয় ফ্লোরা কটেজ। এদিকে এক নারী ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ফ্লোরার স্বামী রায়হান। এমন সময় তার কাছে কাজের প্রস্তাব আসে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিলে এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয় রায়হান। মর্গে গিয়ে ফ্লোরা ও তার বাবা রায়হানের নিথর দেহ দেখে চমকে ওঠে।

হৃদয়ে বসবাস নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =