দক্ষিণ লেবানন সীমান্তে গোলাগুলিতে রয়টার্সের সাংবাদিক নিহত

বৈরুত, ১৪ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক) : দক্ষিণ লেবানন সীমান্তে গোলাগুলিতে রয়টার্সের একজন সাংবাদিক নিহত এবং এএফপি, রয়টার্স এবং আল জাজিরার আরো ছয় সাংবাদিক আহত হয়েছে। এই তিন সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল-শাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।

লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, ইসরাইলের গোলা বর্ষণের পর লেবানন সীমান্তে ফিলিস্তিনি সংশ্লিষ্ট দল থেকেও হামলা চালানো হয়। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। এর আগে ইসরাইলের সেনা মুখপাত্র হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে।

আন্ত‍ঃসীমান্তের এ গোলাগুলিতে এসব সাংবাদিক হতাহত হয়। এএফপি’র ফটোগ্রাফার ক্রিস্টিনা অ্যাসি এবং এএফপি’র ভিডিও সাংবাদিক ডিলান কলিন্স ওই্ এলাকায় কাজ করছিলেন। দুজনকেই চিকিৎসার জন্যে টায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রয়টার্সের অন্য দুই সাংবাদিক থায়ের আল সুদানি এবং মাহের নাজেহও আহত হয়েছে। এছাড়া আহত সাংবাদিকদের মধ্যে আল-জাজিরার দু’জন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।

ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এদিকে সাংবাদিক হতাহতের ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

যদিও দেশ দু’টি কার্যত যুদ্ধাবস্থাতেই রয়েছে। লেবাননে ১৯৭৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =