দুই সিনেমার অপেক্ষায় স্বাগতা

২০০৬ সালে মান্নার বিপরীতে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন জিনাত শানু স্বাগতা। সিনেমার নাম ‘শত্রু শত্রু খেলা’। সিনেমা জনপ্রিয় হলেও স্বাগতাকে নিয়মিত পাওয়া যায়নি বড় পর্দায়। গত বছর ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এ বছর তাঁকে পাওয়া যাবে দুই সিনেমায়। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দুটি সিনেমাই আছে মুক্তির অপেক্ষায়।

অসম্ভব সিনেমায় যাত্রাপালার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। এতে পাঁচটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটি নিয়ে স্বাগতা বলেন, ‘অসম্ভব সিনেমায় আমাদের মহান মুক্তিযুদ্ধ, পরিবার ও যাত্রাপালার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সুন্দর গল্পের সিনেমা। গল্পের প্রয়োজনে পাঁচটি চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করি দর্শকের ভালো লাগবে। সিনেমাটি এ মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তারিখ পরিবর্তন করা হয়েছে। আশা করছি শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।’

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহানা সাবা, গাজী আব্দুন নূর, আবুল হায়াত, অরুণা বিশ্বাস প্রমুখ। অসম্ভব সিনেমা নিয়ে কথা বললেও দেয়ালের দেশ সিনেমার গল্প ও চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নারাজ স্বাগতা। তাঁর ভাষ্য, সিনেমাটির গল্প সবাইকে চমকে দেবে। টিজার, ট্রেলার রিলিজের আগে সিনেমাটি নিয়ে কথা বলতে চাইছি না। সিনেমাটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

দেয়ালের দেশ সিনেমাটিও এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মিশুক মনি। সিনেমায় স্বাগতার সঙ্গে আরও আছেন শরিফুল রাজ, শবনম বুবলী প্রমুখ।

অভিনয়ের পাশাপাশি আবারও গান নিয়ে ব্যস্ত হয়েছেন স্বাগতা। এ বছর প্রকাশ করেছেন নতুন দুটি গান। আরও কয়েকটি গান প্রকাশের পরিকল্পনা করছেন। কয়েক দিন আগে নতুন সম্পর্কে জড়িয়েছেন স্বাগতা। এ বছরেই বিয়ে সেরে সংসার সাজাতে চান তিনি। আর হবু স্বামীর নামটা জানাতে চান তখন। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর ভেঙে যায় সেই সংসার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + fourteen =