দুবাই জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না বাইডেন

নিউ ইয়র্ক, ২৭ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন না। সম্মেলনটি কপ২৮ নামে পরিচিত। হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। খবর তাস’র।

দুই সপ্তাহের এ শীর্ষ সম্মেলনে বাইডেন কেন উপস্থিত থাকতে পারছেন না এমন কোন কারণও ঐ কর্মকর্তা উল্লেখ করেননি।

ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ২৮ সম্মেলনে যোগ দেওয়ার কোন পরিকল্পনা নেই।

জলবায়ু পরিবর্তন বিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

খবরে বলা হয়, ২০২৩ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটি আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হবে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seventeen =