দেশের কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর

রাজনৈতিক ও বাণিজ্যিক দখলদারিত্বের মতোই দেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ষোলকলা পূর্ণ হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। কনসার্ট থেকে শুরু করে চলচ্চিত্র, সর্বমহলে বাংলাদেশ যেন পরিণত হয়েছিল ভারতীয় শিল্পীদের রমরমা বাজার।

তবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চিত্র পাল্টে গেছে।

এই সময়ে দেশে বেশ কয়েকটি বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। এসব আয়োজনে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদরও।

চলতি বছরের দুইবার ঢাকার শ্রোতাদের মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। গেল এপ্রিলে রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করেন তিনি। সবশেষ শুক্রবার (২৯ নভেম্বর) ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের গানের আসরে গান গেয়েছেন এই গায়ক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। শুক্রবারের কনসার্টসহ মোট চারবার বাংলাদেশে গাইলেন আতিফ আসলাম।

এদিন ঢাকার মঞ্চে দাঁড়িয়ে আতিফ বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা। এই রাতটি সত্যিই ম্যাজিকাল। ’

এদিকে, একই কনসার্টে গেয়েছেন পাকিস্তানের তরুণ গায়ক আব্দুল হান্নান। এটিই তার প্রথম ঢাকা সফর। উপস্থিত দর্শক-শ্রোতাদের নিজের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এর ফাঁকে জানান, ‘এটা তার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো। ’

চলতি বছরের আরেক আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কারণ দেশের পট-পরিবর্তনের পর এটিই ছিল কোনও বড় গানের আসর। তবে এ নিয়ে নাটকীয়তাও কম হয়নি। কনসার্টটি ২৭ সেপ্টেম্বর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

পরে ওইদিন সন্ধ্যা জরুরি সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। তবে সেখানে কনসার্টটি কবে এবং কোথায় হবে সে সম্পর্কে জানাতে পারেনি। তবে ওইদিন রাতেই জানানো হয়, কনসার্টটি (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। কথামতো ২৮ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে অনুষ্ঠিত হয় কনসার্টটি। এই কনসার্টে মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘জাল’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও শিল্পী গওহর মুমতাযের গায়কীতে সেদিন মুগ্ধ হয়েছিল ঢাকার শ্রোতারা।

এর মধ্য দিয়ে ১৪ বছর পর ঢাকায় কনসার্ট করেছে ব্যান্ড ‘জাল’। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল দলটি। এর মাঝে বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।

এদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসেই ঢাকায় আসন্ন কয়েকটি বড় কনসার্টে একাধিক পাকিস্তানি শিল্পী ও ব্যান্ডদল অংশ নেবে বলে জানা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন তিনি।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গাইতে দেখা যাবে তাকে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ যাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে। শুক্রবার (২৯ নভেম্বর) কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘কাভিশ’। ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্ট দিয়ে তাদের বাংলাদেশ যাত্রা হতে চলেছে প্রথমবারের মতো। এই আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা জানিয়েছেন, ঢাকা সফর নিয়ে ‘কাভিশ’ ব্যান্ডের সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শিডিউলও নেওয়া হয়েছে। এই বছরের ডিসেম্বরে বা জানুয়ারির একদম শুরুতে কনসার্টটি হবে।

এখানেই শেষ নয়, পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘বায়ান’কে নিয়ে নতুন কনসার্ট করতে যাচ্ছে সিক্সবেজ মার্কেটিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান। রোববার (০১ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ব্যান্ডটিকে প্রথমবারের মতো আনছে দেশের এই প্রতিষ্ঠান। তাদের কনসার্টটি আগামী ১৭ ডিসেম্বর আর্মি অডিটোরিয়াম, সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকিট খুব শিগগিরই অনলাইনে ছাড়া হবে।

পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে। এই ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসছে দলটি। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + twenty =