দেশের জনপ্রিয় ৯ ব্যান্ড নিয়ে ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ কনসার্ট

বেশ কিছুদিন বিরতির পর আবারও শুরু হয়েছে বড় পরিসরে কনসার্টের আয়োজন, যার ধারাবাহিকতায় আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে। এ আয়োজনের মধ্য দিয়ে অনেকদিন পর এক মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় দুই ব্যান্ড আর্ক ও অর্থহীনকে। কনসার্টে আরও থাকছে স্টারসার্চ অ্যাওয়ার্ড বিজয়ী ব্যান্ড সাবকনশাস, ডি-রকস্টার প্রতিযোগিতার সেরা ব্যান্ড পাওয়ারসার্চ এবং এ সময়ের আলোচিত ব্যান্ড অ্যাশেজসহ ৯টি ব্যান্ড ও মিউজিশিয়ান এ কে রাহুলের পরিবেশনা। এই কনসার্টের আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস।

আয়োজকরা জানান, সংগীতের শক্তিতে তারুণ্যকে জাগিয়ে তুলতেই ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ কনসার্টের আয়োজন। তাই শুধু রক, মেটাল নয়; টেকনো, ব্লুজ, ফিউশনসহ নানা ধরনের সংগীতের পরিবেশনা তুলে ধরতে আলোচিত ব্যান্ডগুলোর পাশাপাশি আইয়োনিক বন্ড, নামহীন, সাইকোভিনার মতো সম্ভাবনাময় দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসা। যারা নিজেদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শোনাবে নতুন কিছু গান। সব মিলিয়ে কনসার্টটি সংগীতপিপাসুদের তৃষ্ণা মেটাবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা। ১২ মে বেলা ২টায় শুরু হবে কনসার্ট। চলবে রাত পর্যন্ত এ আয়োজন। দর্শক নির্দিষ্ট দামের টিকিট সংগ্রহ করে এ আয়োজন উপভোগ করতে পারবেন বলেও আয়োজকরা জানান। সাবকনশাস ব্যান্ডের শিল্পী জোহানের কথায়, বড় পরিসরে সংগীতের আয়োজন করা হলে বিভিন্ন শ্রেণির শ্রোতার ভালোলাগার বিষয়টি মাথায় রাখতে হয়।

‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’-এর আয়োজকরা সে কথা মাথায় রেখেই বিভিন্ন ধরনের ব্যান্ডকে এক মঞ্চে নিয়ে এসেছে। তাই কনসার্টটি অনেকের প্রত্যাশা পূরণ করবে। অর্থহীন ব্যান্ডের সদস্যদের কথায়, তারুণ্যের শক্তিকে জাগিয়ে তুলতে সংগীত বড় ভূমিকা রেখে আসছে। তাই শুধু বিনোদন নয়, কনসার্টের ব্যান্ডগুলোর নানা ধরনের গান থেকে শ্রোতারা কিছু বার্তাও পাবেন। কনসার্টটি অনেকের মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন পাওয়ারসার্চ, আর্কসহ অন্যান্য ব্যান্ডের সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + 16 =