দেশে দিনে করোনা শনাক্ত তিনশর নিচে

দেশে করোনাভাইরাস সংক্রমণের নিম্নমুখী ধারার মধ্যে এক দিনে শনাক্ত রোগী তিনশর নিচে নেমে এসেছে। আর মারা গেছে ৬ জন, যা আট মাসে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তর শনিবারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ২৯৩ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।

এর আগে গত ১৫ মে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন ২৪ ঘণ্টায় ২৬১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দৈনিক শনাক্ত রোগীর হারও ২ শতাংশের নিচে নেমে এসেছে। গত দিনে শনাক্ত রোগীর হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। যা আগের দিনও ছিল ২ দশমিক ০৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৩ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

 

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ২০২ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের ৬৮ শতাংশের বেশি। এর মধ্যে ঢাকা জেলায়ই শনাক্ত হয়েছে ১৭৫ রোগী। শনাক্ত রোগীর সংখ্যা চট্টগ্রাম ছাড়া আর কোনো জেলায়ই দুই অঙ্কের কেঠায় যায়নি। চট্টগ্রামে ২২ জন রোগী শনাক্ত হয়েছে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 8 =