নতুন কর্মসূচি ‘লং মার্চ টু ঢাকা’

সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি অনুযায়ী, সোমবার শাহবাগ ও শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’র ডাক দিয়েছে তারা।

রোববার দুপুর পৌনে ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

সন্ধ্যায় ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউসন্ধ্যায় ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

কর্মসূচিতে বলা হয়েছে, সোমবার সকালে শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেলে শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। এছাড়া নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে।

এর পরদিন মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’য় সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 9 =