নতুন চলচ্চিত্র ‘অ্যা ব্লেসড ম্যানে’ বাঁধন

নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন রেহানা মরিয়ম নূরখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত রবিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও বার্তায় তথ্যটি নিশ্চিত করেন তিনি। বাঁধন জানান, তার নতুন চলচ্চিত্রটির নাম ‘অ্যা ব্লেসড ম্যান’, যা নির্মাণ করছেন ‘দ্য লাস্ট ঠাকুর’খ্যাত সাদিক আহমেদ। চলচ্চিত্রটি প্রযোজনা করতে যাচ্ছে অ্যাপলবক্স।

বাঁধন বলেন, “গল্পটি আমার দারুণ লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার চরিত্রটি। তাই আমি চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।” রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের মাধ্যমে লাক্স তারকা বাঁধন তার ক্যারিয়ারকে নতুন মাত্রায় পৌঁছে দিতে চান। তাই, ইতিমধ্যেই তিনি কাজ করেছেন টলিউডের সৃজিত মুখার্জী সিরিজ কিংবা বলিউডের বিশাল ভরদ্বাজের সঙ্গে।

তবে, ‘অ্যা ব্লেসড ম্যান’ চলচ্চিত্রটির জন্য নিজেকে বিশেষভাবে বদলে নিতে হচ্ছে বাঁধনকে। কমাতে হচ্ছে ওজন। অনেকের প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে তাকে এ নিয়ে। অবশেষে বাঁধন জানালেন তার শুকিয়ে যাওয়ার কারন। বাঁধন বলেন, “অনেকেই আমাকে প্রশ্নটি করছে। উত্তর হলো এ চলচ্চিত্রটির জন্যই আমি আমার ওজন কমিয়ে ফেলছি। আরও কমাতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

বার্তা২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 2 =