নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ মারা গেছেন

প্রয়াত হলেন নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ। বয়স হয়েছিল ৮৯। শনিবার সন্ধ্যায় অভিনেত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে নাট্যজীবন শুরু করেছিলেন তিনি। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মায়া। অজিতেশ নান্দীকার গঠনের পর মায়াই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। বাংলা থিয়েটারের নবনাট্য আন্দোলনের মশাল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তার বিশেষ অবদান ছিল।

নান্দীকারের প্রযোজনায় মায়ার প্রথম অভিনয় পিরানদেল্লোর নাটক অবলম্বনে ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র’। পরিচালক ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এর পর মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’তেও নজর কাড়েন মায়া।

পুরুষ অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেটের জিনিস বয়েছেন। ষাটের দশকের মঞ্চে ছড়িয়ে দিয়েছেন মায়া। তার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। রবিবার বেলা ১১টা নাগাদ অ্যাকাডেমি চত্বরে তার মরদেহ নিয়ে আসা হবে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three − two =