নানা মাইলফলক – এজবাস্টন টেস্টে ভারতের ঐতিহাসিক জয়

কখনো জয় না পাওয়া এজবাস্টনে ভারত ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা অর্জন করেছে। ক্রিকেটের দুই বিশ্ব মোড়লের এই গুরুত্বপূর্ণ টেস্টে দুই দলের দুই ইনিংস মিলে রেকর্ড ১৬৯২ রান সংগ্রহীত হয়েছে। ভারত অধিনায়ক শুভমান গিল উভয় ইনিংসে শতরান (২৬৯+১৬১) সহ করেছে ৪৩০ রান। জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়ে দলে আসা আকাশ দীপ নিয়েছে ১০ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ জন ব্যাটসম্যান ০ (শুন্য) রানে আউট হলেও হ্যারি ব্রুক (১৫৮) আর জামি স্মিথ (১৮৪*) ষষ্ট উইকেট জুটিতে করেছে ৩০৩ রান। এমনি অনেক নতুন মাইল ফলক স্থাপিত টেস্টে ভারত যোগ্য দল হিসাবে ৩৩৬ রানে জয়ী হয়ে সিরিজটি জীবন্ত করেছে। ভারতের প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ৪০৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬০৮ রান সংগ্রহ করা।  আকাশ দীপ (৬/৯৯) নৈপুণ্যে ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৭১ রানে।

ভারত ক্রিকেটের পরাশক্তি। প্রতিবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফেভারিট হলেও এখনো যেটা হয়নি শিরোপা। ইংল্যান্ড নিজের ভূমিতে ফাইনাল অনুষ্ঠিত হলেও একবারও পৌঁছাতে পারেনি সেখানে। ২০২৫-২৭ চ্যাম্পিয়নশিপ পর্বে চলতি সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি আর রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় ভারত দলের ব্যাটিং কাগজে কলমে কিছুটা দুর্বল হলেও এই সিরিজে সেই ব্যাবধান অনেকটাই মিটিয়ে দিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা নতুন অধিনায়ক শুভমান গিল, যশবি জয়েসওয়াল,ঋষভ প্যান্ট। ভারতের বোলিং অনেকটা জাসপ্রিত বুমরাহ নির্ভর মনে করা হলেও সেটি ভুল প্রমান করেছে আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ, সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে দুই মোড়লে।  বিশ্ব জোড়া ক্রিকেট প্রেমীরা দারুন উপভোগ করছে ভারত – ইংল্যান্ড মল্লযুদ্ধ। সিরিজ জিতবে যে দল ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই দল সুবিধাজনক অবস্থানে থাকবে সন্দেহ নেই। ক্রিকেট মক্কা লর্ডসে পরের টেস্টি হবে বিশেষ গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ড ভারত এজবাস্টনে টেস্ট

ভারত ৫৮৭ (শুভমান গিল ২৬৯, রবীন্দ্র জাদেজা ৮৯, যশোভি জায়েসওয়াল ৮৭, ওয়াশিংটন সুন্দর ৪২, সোয়েব বশির  ৩/১৬৭, ক্রিস ওকস ২/৮৭) এবং ৪২৭/৬ (শুভমান গিল ১৬১, রাভিন্দ্রা জাদেজা ৬৯*, ঋষভ প্যান্ট ৬৫, জস টোঙ্গা ২/৯৩, সোয়েব বশির ২/১১৯)

ইংল্যান্ড ৪০৭ (জেমি স্মিথ ১৮৪*, হ্যারি ব্রুক ১১৮, ডাকেট, পোপ, স্টোকস, কার্স, টঙ্গা, বশির সবাই ০, মোহাম্মদ সিরাজ ৬/৭০, আকাশ দীপ ৪/৮৮) এবং ২৭১ (জেমি স্মিথ ৮৮, ব্রায়ান কেস ৩৮, বেন স্টোকস ৩৩, আকাশ দীপ ৬/৯৯)

ভারত ৩৩৬ রানে জয়ী।

টেস্ট সিরিজ অবস্থান ১-১

ম্যাচের সেরা খেলোয়াড়: শুভমান গিল (২৬৯ এবং ১৬১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =