নারাইন অপরাজিত ‘৫০০’

বিশ্বের চতুর্থ ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সুনীল নারাইন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম ম্যাচে গত শুক্রবার রাতে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন।

নারাইনের আগে টি-টোয়েন্টিতে ৫শ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও পাকিস্তানের শোয়েব মালিক। সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড পোলার্ডের। ৬৬০ ম্যাচ খেলেছেন তিনি। ৫৭৩ ম্যাচ নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন ব্রাভো। তৃতীয়স্থানে থাকা মালিক খেলেছেন ৫৪২ ম্যাচ।

মাইলফলকের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন নারাইন। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে জয়ে বল হাতে ১ উইকেট এবং ব্যাট হাতে ২টি চার ও ৫টি ছক্কা ২২ বলে ৪৭ রান করেন নারাইন। এখন পর্যন্ত ৫শ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বল হাতে  ৫৩৭ উইকেট শিকারের পাশাপাশি  ব্যাট হাতে  ৩৭৮৩ রান করেছেন নারাইন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 5 =