নিজেদের সেরা খেলা দিয়েই হিমালয় জয় করতে হবে বাংলাদেশকে

সালেক সুফী

শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই করে হেরে হিমালয় কন্যা নেপাল। টুর্নামেন্টে জয় পায়নি কোনো ম্যাচেই।  তাই বলে ভেবে নেয়া বোকামি হবে যে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে সহজেই জয় পাবে। টুর্নামেন্টে বাংলাদেশ এযাবত স্মার্ট ক্রিকেট খেলে ৩ দুটিতে শ্রীলংকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের অবস্থানে থেকেও হাড্ডা হাড্ডি লড়াই করেই হেরেছে। সেই সূত্রে স্বাভাবিক নিয়মে বাংলাদেশের সহজ জয় পাওয়ার কথা। কিন্তু টি ২০ ক্রিকেট অনিশ্চিত খেলা। এবারের টুর্নামেন্ট প্রমান করেছে এই ফরম্যাটের ক্রিকেটে ছোট দল বড় দল নেই। কেউ যদি ধরেই নেয় বাংলাদেশ সহজেই ম্যাচ জিতে নিবে তাহলে ভুল হবে। কিছু নেই নেপালীজদের। কিন্তু হারাবার সব কিছু আছে বাংলাদেশের। বলছি না বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলা খেলে জিতবে না। তবে বাংলাদেশের উচিত হবে স্মার্ট ক্রিকেট খেলে নেপলকে কোনো সুযোগ না দেয়া। নেপালের খেলায় ক্রিকেটের উন্নতির ধারা সুস্পষ্ট।

বাংলাদেশের বোলিং আক্রমণ এই টুর্নামেন্টে অন্যতম সেরা মনে হচ্ছে। তাসকিন -তানজিম -মুস্তাফিজ উইকেট এবং পরিবেশের সঙ্গে দারুন মানিয়ে নিয়েছে। লেগ স্পিনার রিশাদ দুর্বোধ্য হয়ে উঠেছে। সাকিব যে কোনো খেলায় বল হাতে জাত চেনাবে ভরসা রাখা যায়। এমনকি সুযোগ পেয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ ভালো বোলিং করছে। বাংলাদেশের এই আক্রমণের বিরুদ্ধে নেপাল বড় কিছু করতে পারবে মনে হয়না। তবে দুশ্চিন্তা কিছু আছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং নিয়ে। ব্যাট হাসছে না লিটন,শান্তর। শুরুতেই উইকেট হারিয়ে চাপে  পড়ছে বাংলাদেশ। আজ ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে সাকিবকে তিন নম্বরে খেলাতে পারে। শান্ত নিজের দিকে খেলে চাপ মুক্ত খেলতে পারবে। তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলছে। শেষ  ম্যাচে শাকিব ফর্ম ফায়ার পেয়েছে। নেপালের বোলিং সতর্কতার সঙ্গে খেললে বাংলাদেশ দাপুটে জয় নিয়ে রাউন্ড অফ এইটে উত্তীর্ণ হবে আশা করা যেতেই পারে। কিন্তু কোনো ভাবেই যেন আত্মতুষ্টি বাংলাদেশকরে গ্রাস না করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =