নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নতুন সিনেমা

নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক। মাসুদ পথিক বুধবার (২৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, আজ সন্ধ্যায় কবি নির্মলেন্দু গুণ দাদার বাসায়। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’- এরপর নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ করবো। আজ আমাদের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হলো। সাক্ষী হিসেবে হাজির ছিলেন লেখক রণজিৎ সরকার ও শান্ত ইমন। নতুন চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নামের একটি মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। এ চলচ্চিত্রে গ্রামীণ এক সরল ও পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চনার কাহিনি বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী গ্রামীণ কলুষিত রাজনীতি এবং শহুরে রাজনীতির দোলাচল, প্রেম ও প্রতিবাদের অনুপম কাহিনি স্মৃতির বাস্তবতাকে নাড়িয়ে দেয়। এছাড়া সর্বপ্রাণবাদী মন ও নিসর্গ প্রেমের চিত্রও বিশেষভাবে ফুটে উঠেছে এই ছবিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =