নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন

মা-বাবা হচ্ছেন তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার সন্ধ্যায় তিশার ‘বেবি বাম্পের’ ছবি ফেসবুকে পোস্ট করে এ খবর দেন ‘টেলিভিশন’ নির্মাতা ফারুকী; পরে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে খবরটি জানিয়ে সবার দোয়া চেয়েছেন হবু মা তিশা।

তিশা লিখেছেন, “আমি ও ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।”

দেড় মাসের মধ্যে নতুন অতিথির আগমন ঘটছে; নতুন বছরে নতুন পরিচয় পাচ্ছেন তিশা-ফারুকী।২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা।‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।চলতি বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + ten =