নুহাশের ‘পেট কাটা ষ’ রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে

নুহাশ হুমায়ূন পরিচালিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ এবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। নুহাশ এ তথ্য এক ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। নুহাশ তার স্ট্যাটাসে লেখেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ-অফিসিয়াল সিলেকশন পেয়েছে এবং আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে।

তিনি আরও লেখেন, প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্লাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়। অভিনন্দন জানাতে চাই এই কাজটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি সংশ্লিষ্ট সকলকে, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে।

‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজে চরিত্রে অভিনয় করেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + ten =