নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ দল

রাজনৈতিক অস্থিরতার কারণে নেপালে তিন দিন হোটেলবন্দী থাকার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ৩২ জনের বহর ঢাকায় নেমেছে দল।

এর আগে নেপাল ছাড়ার খবরটি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একই ফ্লাইটে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও। বিমানবাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে নিরাপদে পা রাখেন তারা।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচটি নির্বিঘ্নেই গোলশূন্য ড্রতে শেষ হয়। তবে দ্বিতীয় ম্যাচের আগেই শুরু হয় তীব্র রাজনৈতিক সংকট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে সোমবার থেকে সারা নেপালজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহত হন অন্তত ১৯ জন, আহত শতাধিক। বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল হোটেলের বাইরে বের হতে পারেনি। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) স্থগিত করে দ্বিতীয় প্রীতি ম্যাচ। ফলে তিন দিন একপ্রকার অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে জামাল ভূঁইয়াদের।

গতকাল বুধবার সন্ধ্যায় বিমানবন্দর চালু হলেও তাৎক্ষণিকভাবে ঢাকা ফেরার ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত আজ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল জাতীয় দল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =