নোরার এক ব্যাগের দামই ১২ লাখ রুপি!

বিলাসিতার রানী বলা যায় বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহিকে। বিলাসবহুল সব পণ্যে পরিপাটি সাজে থাকেন তিনি। নিজেকে প্রায় প্রতিদিনই নতুন সাজে পাপারাজ্জির ক্যামেরার সামনে হাজির করেন। আর তাতেই হইচই শুরু হয় সোস্যাল মিডিয়ায়।

কয়েকদিন আগেই বিশ্বখ্যাত ফরাসি ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওর টোট ব্যাগ হাতে দেখা গেছে তাকে। ব্যাগটির দাম ছিল ৩ লাখ রুপি।

সম্প্রতি নোরাকে দেখা গেল একেবারে দেশী লুকে। গায়ে জাড়ানো সাদা সালোয়ার-কামিজ। তাতে নীল রঙের এমব্রয়ডারি করা। পোশাক দেশী হলেও নোরার হাতের ছোট ব্যাগটি বিদেশী। ফরাসি বিলাসী ব্র্যান্ড শ্যানেলের সাদা রঙের ব্যাগটির দাম দিয়ে অনেকে গাড়িও কিনে ফেলতে পারবেন। নোরার ব্যাগটির মূল্য ১৬ হাজার ৬৬ মার্কিন ডলার বা ভারতীয় ১২ লাখ ৪ হাজার ৯৫০ রুপি। দামি ব্যাগের শখে বলিউডে নোরাকে সম্ভবত কেউ পেছনে ফেলতে পারবেন না!

সম্প্রতি ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া সিনেমায় অজয় দেবগনের বিপরীতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন বলিউড এ তারকা।  এছাড়া সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়  দত্ত, সোনাক্ষী সিনহা ও সারদ কেলকার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিষেক দুধাইয়া। ১৯৭১ সালে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার বিজয় কর্ণিকের জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে এ ছবি।

ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের মধ্যমে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি।

বণিক বার্তা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − six =