‘নো টাইম টু ডাই’ স্টার সিনেপ্লেক্সে আসছে

‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির ড্যানিয়েল ক্রেগের ‘নো টাইম টু ডাই’ সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। আগামী শুক্রবার (৮ অক্টোবর) যা দেখা যাবে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে। যুক্তরাজ্যে মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের রেকর্ড ভেঙেছে ‘নো টাইম টু ডাই’। শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছবিটি আয় করেছে ২৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড।

এর আগে ‘স্কাইফল’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছিল ২০ দশমিক ২ মিলিয়ন পাউন্ড এবং ‘স্পেক্টর’ আয় করেছিল ১৯ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। করোনাকালে দর্শক হারানো সিনেমা হলগুলোর প্রাণ ফিরিয়ে এনেছে ‘নো টাইম টু ডাই’। বিশ্বব্যাপী একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘নো টাইম টু ডাই।’

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

জাগো নিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − one =