পদাতিকের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্‌যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং ‘প্রেরণা’ নাটকের প্রদর্শনী। প্রেরণা নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। এটি দলটির ৩৩তম প্রযোজনা এবং আজ হবে ১৯তম মঞ্চায়ন। আজকের বিশেষ প্রদর্শনীতে অংশ নেবে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।

প্রেরণা নাটকের মূল বিষয়বস্তু অটিজম। সারা বিশ্বে অটিজম এখন একটি বৃহৎ সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় অটিজম সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী প্রেরণা নাটকের মঞ্চায়ন করে যাচ্ছে পদাতিক।

নির্দেশক সাবিল রেজা চৌধুরী বলেন, ‘বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও অটিজম একটি বড় সমস্যা। এখনও আমার দেশের মা-বাবা অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে হিনম্মন্যতায় ভোগেন। অথচ, বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন, ভালোবাসা। তাই শুধু গণসচেতনতা তৈরির জন্যই নয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তার জন্য প্রেরণা পদাতিকের একটি নান্দনিক প্রয়াস। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব বিশেষ শিশুসহ অটিজমে আক্রান্তদের দিকে সমাজের সবার দৃষ্টিভঙ্গি বদলালে ওদের সাদাকালো পৃথিবীকে বর্ণিল রঙে রাঙিয়ে তোলা সম্ভব।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাক্নুন, মামুন আব্দুল্লাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা অধ্যাপক আবদুস সেলিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − four =