পপশিল্পী কানিজ সুবর্ণা জন্মদিন আজ

এক সময়ের তুমূল জনপ্রিয়তা নিয়ে সংগীতাঙ্গন মাতিয়েছেন পপ গায়িকা কানিজ সুবর্ণা।আজ পপশিল্পী কানিজ সুবর্ণা জন্মদিন । ২০০০ সালের শুরুতে পপগান নিয়ে তার আবির্ভাব বাংলা সংগীতকে ভিন্নমাত্রা নিয়েছিল। তার প্রথম একক অ্যালবামের সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু। পরে বাপ্পা মজুমদার, ফুয়াদসহ আরো অনেকের সঙ্গে কাজ করেছেন। মাঝে অনেকটা সময় সংগীতে অনিয়মিত থাকলেও গত বছর নতুন গান নিয়ে ফিরেছেন কানিজ সুবর্ণা। শেখার শুরুটা ক্লাসিক্যাল ও নজরুলগীতি দিয়ে হলেও নিজের পছন্দেই বেছে নেন পপ-রক ধাঁচের গান। চলচ্চিত্রের প্লেব্যাকও করেছেন কানিজ সুবর্ণা। জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়েই সংসারে ব্যস্ত হয়ে পড়েন এই শিল্পী। ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। এরপর গানে তার কণ্ঠ শোনা গেছে খুব কমই। যদিও মাঝে মাঝে তার দেখা মিললেও তেমন একটা কাজ করতেন না।

উল্লেখ্য, এ পর্যন্ত ৫টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে কানিজ সুবর্ণার। সর্বশেষ অ্যালবামের নাম ছিল ‘সোনার কাঠি, রুপার কাঠি’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − five =