পবনদীপ-অরুনিতা কপিলের অতিথি  

এবার কপিল শর্মার সঞ্চালিত অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন অরুনিতা আর পবনদীপ। তাদের সঙ্গে থাকছেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-র ছয় ফাইনালিস্ট আর সংগীশিল্পী নেহা কাক্কার।

পবনদীপ রাজন ও অরুনিতা কাঞ্জিলাল ‘ইন্ডিয়ান আইডল’র শুরু থেকেই আলোচনায় রয়েছেন । অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বিজয়ী হিসেবে পবনদীপ এবং প্রথম রানার আপ হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন অরুনিতা। কিন্তু তাদের নিয়ে এখনও আলোচনার শেষ নেই। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন তারা। ক’দিন আগে হৃতিক রোশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই প্রেমিক যুগল।

সম্প্রতি পবনদীপ আর অরুনিতার একটা ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল কপিলের সেটে তোলা গ্রুপ ফোটো। যেখানে কপিল শর্মা আর অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সকলে। ছবিটি প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 19 =