‘পরাণ’-এর দৈনিক ১৮ শো সিনেপ্লেক্সে

দর্শকের পরাণ জয় করে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে ‘পরাণ’। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমা ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে। প্রথমে মাত্র ১১টি হলে মুক্তি পায় সিনেমাটি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে বেড়েছে হলসংখ্যা।

‘পরাণ’ দেখার জন্য মাল্টিপ্লেক্সে দর্শকের ঢল নেমেছে। সেই চাপ পড়ছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে। রাজধানী ঢাকায় তাদের পাঁচটি শাখা। প্রথমে তিনটি শাখায় চারটি শো প্রদর্শন করে সিনেপ্লেক্স। কিন্তু দর্শকের চাপ সামলাতে কদিন পরই বাড়াতে হয় হলসংখ্যা ও শো।

এবার আরও একধাপ এগিয়ে গেলো ‘পরাণ’। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন সিনেমাটির ১৮টি শো চলছে। সোমবার (১৮ জুলাই) সিনেপ্লেক্স কর্তৃপক্ষই তথ্যটি প্রকাশ্যে এনেছে। তারা জানায়, করোনা পরবর্তী সময়ে কোনো সিনেমার জন্যই দর্শকের এত আগ্রহ দেখা যায়নি।

‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসির উদ্দিন খান প্রমুখ।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + seven =