পরীমনি হাসপাতালে ভর্তি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে পৌঁছেছেন; বিস্তারিত জানার চেষ্টা করছেন।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা পরীমনিকে পর্যবেক্ষণে রেখেছেন।

রোববার সন্ধ্যায় হাসপাতালের বেড থেকে এক ফেসবুক পোস্টে ক্যানুলা হাতে তোলা একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, “একটি দুর্ঘটনা।”

চলতি বছরে জানুয়ারিতে তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দেন পরীমনি; সেই সঙ্গে তিনি জানান, তিনি এখন সন্তানসম্ভবা।

সবশেষ ‘গুণিন’ সিনেমা মুক্তি পেয়েছে পরীমনির; ‘মা’ নামে একটি সিনেমা শুটিং শেষ করেছেন তিনি।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − seventeen =