সালেক সুফী: ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটের সঙ্গে গুলিয়ে ফেলায় দীর্ঘ দিন পাকিস্তানে বৈষয়িক ক্রিকেট আসর অনুষ্ঠিত হয় নি। আর এখন বিশ্ব ক্রিকেট একক মোড়ল বিসিসিআই ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক পরিণত হওয়ায় এবারের পিসিবি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে খেলতে অন্নান্য ৬ টি দলের কোন নিরাপত্তা শঙ্কা না থাকলেও ভারতের একগুঁয়েমির কারণে হাইব্রিড পদ্ধতিতে খেলা হবে। ৮ শীর্ষ দেশের এই টুর্নামেন্টের বাকি সব দল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ছুটোছুটি করলেও একমাত্র ভারত সব ম্যাচ খেলবে দুবাইতে। বৈষম্য আর কাকে বলে।
যাহোক টুর্নামেন্ট উপলক্ষে পাকিস্তানের স্টেডিয়ামগুলো নতুন সাজে সেজেছে। এইতো সেইদিন ঐতিহাসিক পুনবিন্যস্ত লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের শুভ উদ্বোধন দেখলাম। পিসিবির আয়োজনে এখন চলছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওডিআই সিরিজ। সিরিজটি তিনটি দলের প্রস্তুতিতে বিশাল ভূমিকা রাখবে বলাই বাহুল্য। নিউ জিলণ্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় দিয়ে ইতিমধ্যে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান -দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে। টুর্নামেন্ট বিজয়ী দল মূল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলবে সন্দেহ নেই।
নিউ জিলণ্ড দক্ষিণ আফ্রিকার মধ্যে কাল অনুষ্ঠিত খেলাটি ছিল হাই স্কোরিং মেলোড্রামা। বিভিন্ন কারণে দক্ষিণ আফ্রিকার প্রথম চয়েস খেলোয়াড় ব্যাস্ত থাকায় অনেকটা তরুণ দল নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। বেশ কয়েকজনের অভিষেক হয়েছে। কাল প্রথম ব্যাটিং করতে নেমে তাদেরই একজন ২৬ বছর বয়সী ম্যাথু ব্রিটসকে ১৪৮ বলে ১৫০ করে ওডিআই অভিষেকে নতুন মাইল ফলক স্থাপন করেছে। নিউজিল্যান্ডের তুখোড় বোলিংয়ের নবীনের খেলায় কোনো আড়ষ্টতা বা জড়তা দেখি নি। মূলত তার অবদানে এবং শেষ দিকে চৌকষ খেলোয়াড় উইলিয়াম মুল্ডার (৬৪ ) দৃঢ়তায় ৫০ ওভার শেষে ৩০৪/৬ চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় প্রোটিয়া। জবাবে ব্লাকক্যাপ্স কিংবদন্তি কেন উইলিয়ামস (১৩৩*) এবংডেভন কোনওয়ে (৯৭) ১৮৭ রানের দ্বিতীয় উইকেট জুটির কল্লানে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা। উপমহাদেশে খেলতে অস্ট্রেলিয়া, নিউজিলণ্ড, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা সবসময় একটু অপ্রস্তুত থাকে। কিন্তু কালকে নিউজিলণ্ড মূল দল এবং দক্ষিণ আফ্রিকার তরুণ দলের খেলা দেখে মনে হয়েছে এবারের টুর্নামেন্টের দলগুলো দারুন ক্রিকেট উপহার দিবে মূল পর্বে। নিউজিলান্ড পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের গরূপে খেলবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান দলের গ্রূপে। অস্ট্রেলিয়া শ্রীলংকার সঙ্গে খেলে প্রস্তুতি নিচ্ছে। ভারত খেলছে ইংল্যান্ডের সঙ্গে। একমাত্র বাংলাদেশ এবং আফগানিস্তান সেভাবে প্রস্তুতি নিয়ে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছে না।