‘পাঠান’ ছবির আড়াই মিনিটের ট্রেলার প্রকাশ

শাহরুখ ঝড়ে উড়ে যাবে ‘পাঠান’ এর বিতর্ক। প্রমাণ পাওয়া গেল পাঠানের আড়াই মিনিটের ট্রেলারে। শাহরুখ বুঝিয়ে দিলেন তিনি এখনও ‘বলিউডের বাদশা’। দুরন্ত অ্যাকশন , ছকভাঙা স্টাইল, মেদহীন শরীর, এক কাঁধ লম্বা চুলে ‘পাঠান’ শাহরুখ যে এবার বলিউডকে ফের নিজের হাতের মুঠোয় নিতে চলেছেন তার প্রমাণ রয়েছে ‘পাঠান’ ছবির ট্রেলারে। সঙ্গে তো রয়েছে দীপিকা ও গেরুয়া বিকিনি। তবে শুধুই ‘বেশরম রং’ গানে নয়। বরং অ্যাকশনেও দীপিকা যে তাক লাগাবেন তার ঝলক রয়েছে ট্রেলারেই। মঙ্গলবার সকালে ‘পাঠান’ ট্রেলার মুক্তি পেতেই হইচই।

ছবির প্রথম গান ‘বেশরম রং’ গান যে মুহূর্তে মুক্তি পেল, সঙ্গে সঙ্গেই শোরগোল সব মহলে। বিতর্ক শুরু হল এই গানে দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়েই। ছবির এই গান নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তর্ক। তবে এনিয়ে মুখ না খুললেও, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আকার ইঙ্গিতে শাহরুখ বুঝিয়ে দেন, ছবি বয়কটের এই ট্রেন্ড নেতিবাচক মানসিকতাতেই বাড়িয়ে তোলে। সঙ্গে ফিল্মি কায়দায় শাহরুখ জানিয়ে দেন, সব বিতর্ক একপাশে… কারণ পাঠান অভি জিন্দা হ‌্যায়! ট্রেলার জুড়ে সেই শাহরুখের সেই বিন্দাসপনার ছড়াছড়ি। সঙ্গে রয়েছে শাহরুখের দেশপ্রেমও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 3 =