পাঠান: বাংলাদেশে কত টাকার টিকিট বিক্রি হলো

আট বছর পর বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে কেমন ব্যবসা করল, সিনেমা হলে দর্শকের উপস্থিতি কেমন—তা নিয়েই এই প্রতিবেদন।

স্ত্রী ও কন্যাকে নিয়ে ‘পাঠান’ দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এসেছিলেন বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম। টিকিট কাউন্টারে গিয়ে শুনলেন তিনটার শোর টিকিট শেষ। বিরস বদনে ফেরার পথে গতকাল বেলা পৌনে তিনটায় প্রথম আলোকে জানান, লক্ষ্মীপুর থেকে এক কাজে ঢাকায় এসেছেন। একটু ফুরসত পেয়েই সিনেমাটি দেখতে এসেছেন।

কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল, তিনটার শো হাউসফুল। সাতটার শোর কয়েকটি টিকিট রয়েছে। তবে রাতের বাসে জহিরুলের বাড়ি ফেরার তাড়া, পাঠান না দেখেই ফিরতে হলো তাঁদের। তবে শাহরুখ খানের জন্য অপেক্ষায় থাকলেন ফারিয়া মাহমুদ। তিনিও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটির দিনে বন্ধুদের নিয়ে পাঠান দেখতে এসেছেন তিনি।

সাতটার শোর টিকিট কেটে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি শাহরুখ খানের ফ্যান। তাঁর প্রতিটি সিনেমা আমি দেখার চেষ্টা করি। বড়পর্দায় এবারই প্রথম তাঁর সিনেমা দেখব। এটি আমার কাছে ভিন্ন রকমের অভিজ্ঞতা হবে।’

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রায় আট বছর পর ১২ মে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। দ্বিতীয় সপ্তাহে দুটি হল বাড়লেও শো ২০৬ থেকে ১৮৫টিতে নেমেছে।

প্রথম সপ্তাহে বসুন্ধরা শাখা ছাড়াও এসকেএস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ারসহ সাতটি শাখায় প্রতিদিন ৩৪টি করে শো চালিয়েছে স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হল না কমলেও শো নেমেছে ২১টিতে।

গতকাল বিকেলে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম সপ্তাহের শুক্রবার ও শনিবার বেশ কিছু শো হাউসফুল ছিল। দর্শকের মধ্যে তরুণই বেশি, দেশে শাহরুখ খানের অনেক ভক্ত রয়েছেন। সিনেমাটি পুরোনো হলেও ভালো চলেছে।

স্টার সিনেপ্লেক্স ছাড়াও ঢাকার আরও দুই মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম সপ্তাহে সিনেমাটি দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ব্লকবাস্টার সিনেমাসের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, হাউসফুল না হলেও দর্শকের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। সন্ধ্যার দিকে শোগুলোতে ৮০ ভাগের মতো দর্শক এসেছেন। সকালের শোগুলোতে ৪০ থেকে ৫০ ভাগের মতো দর্শক এসেছেন। সিনেমাটি নিয়ে তরুণদের আগ্রহ বেশি রয়েছে।

প্রথম সপ্তাহে তিন হলে প্রতিদিন নয়টি করে শো চালিয়েছে ব্লকবাস্টার সিনেমাস; দ্বিতীয় সপ্তাহে হলিউডের আলোচিত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সিনেমা ‘ফাস্ট এক্স’ মুক্তি পাওয়ায় ‘পাঠান’ সিনেমার শো ছয়টিতে নেমেছে।

দ্বিতীয় সপ্তাহে লায়ন সিনেমাসে একটি হল বেড়েছে, নতুন যুক্ত হয়েছে ঢাকার আরেকটি সিনেমা হল ‘সৈনিক ক্লাব’।

গত ২২ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির পর শাহরুখ খানের অনুরাগীদের অনেকেই নানা মাধ্যমে সিনেমাটি দেখে ফেলেছেন। তা না হলে ঢাকায় দর্শক আরও বাড়ত বলে মনে করছেন সিনেমা হলের কর্মীরা।

এতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সাবেক এজেন্ট পাঠান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবিটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + one =