পার্বতী বাউলকে নিয়ে হিন্দি সিনেমা

বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্বতী বাউল। বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষীদের বাস; পার্বতী বাউলের জনপ্রিয়তা আছে সবখানে। আসামে জন্ম হলেও তাঁর মা-বাবার শিকড় চট্টগ্রামের রাউজানে। গান গাইতে অনেকবার বাংলাদেশে এসেছেন পার্বতী বাউল। গিয়েছেন মা-বাবার স্মৃতিজড়ানো রাউজানেও। জনপ্রিয় এই সংগীতশিল্পীকে নিয়ে এবার বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। গতকাল এক প্রতিবেদনে ভ্যারাইটি জানিয়েছে, এবারের কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অংশ নিচ্ছে সিনেমাটি।

পার্বতী বাউলকে নিয়ে নির্মিতব্য এ সিনেমার নাম দেওয়া হয়েছে ‘জয়গুরু’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন সৌম্যজিৎ মজুমদার। জয়গুরু তৈরি হবে হিন্দি ভাষায়। এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরে শুরু হবে শুটিং। ভারতের কলকাতা, শান্তিনিকেতন, বৃন্দাবন, কেরালাসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শুটিং হবে সিনেমার। জয়গুরুর প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স—চার দেশের প্রযোজনা প্রতিষ্ঠান।

ভ্যারাইটিকে পার্বতী বাউল বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে সৌম্যজিৎ এই গল্প নিয়ে গবেষণা করছে। প্রস্তুতি নিচ্ছে। আমি তাঁর এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আর আন্তরিকতার প্রশংসা করি। শুরু থেকেই আমাদের লক্ষ্য স্পষ্ট, বাউল গানের ​​এই চমৎকার, প্রাচীন ও কালজয়ী আধ্যাত্মিক ঐতিহ্যকে আরও বড় পরিসরে পরিবেশন করা। বাউলজ্ঞানকে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আর এ সিনেমার মাধ্যমে আমরা সেটাই করতে চাই।’

পরিচালক সৌম্যজিৎ বলেন, ‘অনেক দিন ধরেই চাইছিলাম, পার্বতী বাউলের জীবনের ওপর সিনেমা বানাতে। গত বছরের বেশির ভাগ সময় আমি শান্তিনিকেতনে তাঁর আশ্রমে কাটিয়েছি। তাঁকে আরও কাছ থেকে দেখার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, বব ডিলান, অ্যালেন গিন্সবার্গসহ অনেক মহান ব্যক্তি বাউলদের দ্বারা প্রভাবিত। বর্তমানে বাউলদের নিয়ে অনেক বিভ্রান্তি ও ভুল ধারণা ছড়িয়ে আছে। জয়গুরু সিনেমার মাধ্যমে আমরা বাউল সম্প্রদায় ও তাদের দর্শনকে সামনে আনতে চাই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 6 =