পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

পুত্র সন্তানের মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। মাহির ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। স্ট্যাটাসে মাহি লিখেছেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা।  মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। মাহিয়া মাহি মা হতে চলেছেন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। গত মঙ্গলবার মাহি জানান, আড়াই মাস পরই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সন্তানসম্ভবা হওয়ায় সিনেমা থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি হজ করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দির দুই ঘণ্টা পর মুক্তি পান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + two =