পূজায় জয়-সিঁথির গানচিত্র ‘মায়ের আগমনী’

দুর্গাপূজা উপলক্ষে বড় বাজেটে নির্মিত হয়েছে গানচিত্র ‘মায়ের আগমনী’। এতে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী জয় ও অবন্তী দেব সিঁথি। গানটিতে তাদের সঙ্গে কোরাস কণ্ঠ দিয়েছেন সুপ্রকাশ, শান্তা সাহা, দীপ্তি সরকার ও এনামুল। সোমবার (৪ অক্টোবর) রাতে সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

গীতিকার-সুরকার মিল্টন খন্দকারের কথায় গানটির মিউজিক কম্পোজিশন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী অপু আমান। ভিডিও ডিরেকশনে ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। মডেল হয়েছেন ইমতু ও অলংকার। সঙ্গে এক ঝাঁক নৃত্যশিল্পী।

এই গান নিয়ে জয় বলেন, ‘মায়ের আগমনী গানটির জন্য বিশাল আয়োজনে একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছে, ইমন ভাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে ভিডিওটি তৈরি করেছেন। আর গানটিও চমৎকার হয়েছে। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। আমার মনে হয় না এর আগে বাংলাদেশে পূজার জন্য এত ব্যয়বহুল গানের মিউজিক ভিডিও কেউ বানিয়েছে। আশা করছি এবার পূজায় সারা দেশের মন্ডপগুলোতে গানটি বাজবে।’

সিঁথি বলেন, ‘গানটি অনেক ভাল হয়েছে, গানটি যেহেতু পূজা উপলক্ষে তাই আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। কাজটি করতে পেরেও ভাল লেগেছে। এখন দর্শক শ্রোতাদের যদি ভাল লাগে তাহলেই আমাদের চেষ্টা স্বার্থক হবে।’

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 18 =