পূজা চেরির গ্ল্যামারাস লুক

সিনে পর্দায় পূজাকে সাদামাটা রূপেই দেখা গেছে। তবে এবার তিনি হাজির হলেন গ্ল্যামারাস অবয়বে। শুক্রবার প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘শান’-এর একটি গান। সেই গানেই ঝলমলে সাজে পারফর্ম করতে দেখা গেল পূজাকে।গানের নাম ‘ও দয়াল’। গেয়েছেন ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় সুর-সংগীত করেছেন প্রীতম হাসান।গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান।

ভিডিওতে দেখা যায়, পূজা একজন গায়িকার ভূমিকায় লাইভ কনসার্টে গাইছেন। তার পরনে ঝলমলে পোশাক। অঙ্গভঙ্গিমায় ছড়িয়ে দিচ্ছেন রূপের আবেদন। ভিডিওটি দেখে ধারণা করা যায়, ‘শান’ সিনেমায় তাকে গায়িকার ভূমিকায় দেখা যেতে পারে।

এদিকে পূজাকে এমন আকর্ষণীয় রূপে দেখে মুগ্ধ দর্শক। মাত্র ১৬ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ৫৩ হাজার। এছাড়া শত শত মন্তব্যে দর্শকরা গানের প্রশংসা যেমন করেছেন, তেমনি পূজার গ্ল্যামারে মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন।

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শুরুটা যদিও শিশুশিল্পী হিসেবে। তবে এখন নায়িকা হিসেবে তার বেশ নামডাক। ‘পোড়ামন ২’, ‘নূরজাহান’, ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তৈরি করেছেন দারুণ সম্ভাবনাও।

‘শান’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। পুলিশ-অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনি লিখেছেন আজাদ খান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 15 =