প্রথম কৃষ্ণাঙ্গ জেমস বন্ড হতে চলেছেন ইদ্রিস এলবা

জেমস বন্ডের চরিত্রে আর দেখা যাবে না ড্যানিয়েল ক্রেগকে। ‘নো টাইম টু ডাই’ ছবির মুক্তির আগে থেকে শোনা যাচ্ছে এই গুঞ্জন। তাতেই নতুন বন্ডের সুলুকসন্ধান শুরু হয়ে গিয়েছে। নতুন জেমস বন্ড তাহলে কে হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে একাধিক নাম শোনা গিয়েছে। এবার সূত্রের খবর মানলে, হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ বন্ড হতে পারেন অভিনেতা ইদ্রিস এলবা।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘নো টাইম টু ডাই’ সিনেমার অন্যতম প্রযোজক বারবারা ব্রকোলি নাকি ইদ্রিসের বন্ড হওয়ার সম্ভাবনায় সায় দিয়েছেন। অতিমারী পরিস্থিতিতেই মুক্তি পেয়েছে ‘নো টাইম টু ডাই’। প্রথম দিকে বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও পরবতীকালে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে ছবিটি। মোট ব্যবসা ভালই হয়েছে।

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের জুড়ি মেলা ভার। একথা মানেন ব্রকোলি। তার মতে, কোনও চরিত্রে একজনের এতটা প্রভাব থাকাকালীন অন্য কারও কথা ভাবা বেশ কঠিন। এই কঠিন কাজটাই নাকি করা হয়েছে, ইদ্রিসের সঙ্গে প্রযোজকদের একপ্রস্থ কথা হয়েছে বলেও খবর। যদি সমস্ত কিছু ঠিকঠাক এগোয়, তাহলে বন্ড সিরিজের ইতিহাসে এই প্রথম জেমস বন্ড হিসেবে কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতাকে দেখা যাবে।

হলিউডে বেশ জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। ‘থর’ সিনেমার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’-এও দেখা গিয়েছিল তাকে। ৪৯ বছরের অভিনেতা বন্ডের চরিত্রে কতটা মানানসই হবেন, তা নিয়ে ইতিমধ্যেই অলোচনা শুরু হয়ে গিয়েছে। অবশ্য কিছুদিন আগে আবার নারী বন্ডের কথা শোনা গিয়েছিল।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − one =