‘প্রিয়তমা’য় প্রিয়াংকা’র গান

এরইমধ্যে ‘প্রিয়তমা’ সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে বিশে^র অনেক দেশেই মুক্তি পেয়েছে। বিশ^ব্যাপী আলোচনার সৃষ্টি হয়েছে শাকিব খান ইধিকা পাল অভিনীত আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাতে শাকিব ইধিকা’সহ আরো অন্যান্য সবার অভিনয়ে মুগ্ধ দর্শক। অভিনয়ের পাশাপাশি এরইমধ্যে দু’টি গান ‘ও প্রিয়তমা’ এবং ‘ঈশ্বর’ গান দু’টিও এসেছে আলোচনায়।

গেলো বুধবার ‘প্রিয়তমা’ সিনেমার আরো একটি গান প্রকাশ পেলো ইউটিউবে। গানের শিরোনাম ‘গভীরে’। গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার। গানটিতে কন্ঠ দিয়েছেন নন্দিত সঙ্গীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযােগী অধ্যাপক প্রিয়াংকা গোপ। তার সাথে কন্ঠ দিয়েছেন রেহান রসূল। এরইমধ্যে গানটি প্রকাশের পর ১২ লক্ষেরও বেশি (১৩ জুলাই দুপুর ১২টা পর্যন্ত) ভিউয়ার্স উপভোগ করেছেন। আশা করা যায় দ্রুতই এই গানের ভিউয়ার্স আরো বাড়বে।

‘প্রিয়তমা’ সিনেমায় গান গাওয়া এবং সাড়া পাওয়া প্রসঙ্গে প্রিয়াংকা গোপ বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত কোনো সিনেমায় আমার গান গাওয়া। গানের কথা খুব সুন্দর। আমাকে যখন গানটি গাওয়ার জন্য প্রথম পাঠানো হয়, শুনে আমার কাছে ভালোলেগেছিলো। পরে সাজিদ সরকারের চমৎকার সুর সঙ্গীতে গানটি করি। সিনেমা মুক্তির পর যারা হলে গিয়ে গানটি উপভোগ করেছেন তাদের কাছে ভালো লেগেছিলো। তবে ইউটিউবে প্রকাশের পর সেই ভালোলাগার বহি‍ঃপ্রকাশটা যেন এখন অনেক বেশি পাচ্ছি। সত্যিই গভীরে গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো। সেইসাথে এই গানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ভালোবাসা রইলো।’

প্রিয়াংকা গোপ জানান, মানিক মানবিকের ‘আজব ছেলে’ ও আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমায় প্লে-ব্যাক (সিনেমার গান) করেছেন। এই গানগুলোও প্রকাশের অপক্ষোয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =