প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় গিয়ে খেলেন নিক

মার্কিন এই সংগীতশিল্পী নিক জোনাসের ভারতীয় খাবার বেশ পছন্দ। তবে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন পনির। তাইতো স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁয় গিয়ে পনির দিয়ে তৈরি একটি খাবার খেয়েছেন। পনিরের তৈরি খাবারের পাশাপাশি গোয়ান ফিস কারি, বাটার চিকেন ও শ্রিম্প কোলিওয়াড়ার স্বাদ নিয়েছেন নিক।

এরইমধ্যে বেশ কয়েকজন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় গিয়ে ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস।

নিক এর আগেও স্ত্রীর রেস্তোরাঁয় গিয়েছিলেন তবে সেসময় তার সঙ্গে ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাকে সঙ্গে করেই ‘সোনা’তে বসে ডিনার সারলেন মার্কিন এই গায়ক।

মার্চে নিজের নতুন রেস্তোরাঁ ‘সোনা’-র ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিউ ইয়র্কের বুকে বসে ভারতীয় খাবারের আস্বাদ সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 12 =