প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া- দ্য রিভেঞ্জ’

প্রেম ও প্রতিশোধের গল্পে আসিফ নূর-সেলিনা আফ্রি অভিনীত ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে ‘মায়া-দ্য রিভেঞ্জ’ এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান রিলিজ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ওয়েব ফিল্মটি।

এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া-দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর।

এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।

তবে ওয়েব ফিল্ম ‘মায়া-দ্য রিভেঞ্জ’ আসিফ অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা বলে মনে করেন এই নায়ক।

আসিফ নূর বলেন, স্বপ্ন আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনয়কে ভালোবেসে এ অঙ্গনে এসেছি। সব সময় এমন ছবিতে কাজ করতে চাই, যেখানে পাওয়া যাবে একটি সুন্দর গল্প। ‘মায়া-দ্য রিভেঞ্জ’ আমার খুব পছন্দের একটি গল্প, এটি আমার ক্যারিয়ারে আলাদা ধরনের কাজ। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে এভাবে কখনও দেখা যায়নি।

তিনি বলেন, ছবির গল্পে থাকছে চমক। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবিটি।

চ্যানেল আই অনলাইন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 2 =